Welcome To Alhaz Mockbul Hossain College
Knowledge is Power
ADMISSION GOING ON
HSC, HSC(BMT), Diploma in Engineering 2025-26, Hon’s Professional 2024-25

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলহাজ্ব মকবুল হোসেন কলেজে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবু সালেহ মোঃ ইফতিয়ার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব রোজিনা ইয়াসমিন। এছাড়াও কলেজের শিক্ষক প্রতিনিধি ও স্টাফ কাউন্সিল এবং সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শহিদ এবং আহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আ ফ ম রেজাউল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু আমাদের ইতিহাস নয়, এটি আমাদের অনুপ্রেরণার উৎস। এ আন্দোলন আমাদের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করিয়ে দেয়।”

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি এবং এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
সাংস্কৃতিক পরিবেশনায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গানের মাধ্যমে শহিদদের স্মৃতিচারণ, নাটিকা এবং আবৃত্তি পরিবেশনায় বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা তুলে ধরা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আহত শিক্ষার্থীরা তারা তাদের বক্তব্য অনুষ্ঠানে তুলে ধরে সবাইকে একত্রে থাকার আহ্বান করে।
অধ্যক্ষ মহোদয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের মর্মস্পর্শী বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
অধ্যক্ষ মহোদয় কলেজের ২০ জন আহত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
Administration
Daily Class Monitoring
Campus life

ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার ২০২৪
